• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • সন্ধ্যারতি : রূপক চক্রবর্তী

    তুমি ফিরে গড়ো
    ওগো কথামৃত
    ফিরে গিয়ে বলো
    চন্দ্র পীযূষে
    সে নিশীথ ভাসে
    তোমারই খেলনা
    কবিতা রচিব
    ছাপা না হইলে
    লিখিতে লিখিতে
    `নগদ কালকে
    তোমার এ বিদ্যা
    ওগো কথামৃত
    তুমি আজ থেকে
    তোমারেই আমি
    তুমি নিয়ে চলো
    ছায়ামারীচের
    রাত অবসানে
    অরুণ জাগিছে
    রাত্রি জুড়িয়া
    প্রতি মুহূর্ত
    এমত লেখনা
    ওগো কথামৃত

    এমত খেলনা
    ওগো কথামৃত
    তুমি করো লয়
    ওগো কথাময়
    রয়েছো কেমন
    নিশীথ যেমন
    আলোছায়ামেলা
    খেলিতেছি খেলা
    ডুবিব গো সুখে
    মরিব গো দুখে
    জ্বলিল লেখনী
    আজ ধার আনি'
    বড় করি ভয়
    ওগো কথাময়
    হৃদয়ের রাজা
    করিব গো পুজা
    বন থেকে বনে
    গভীর গহনে
    মেলিলাম আঁখি
    ডাকিতেছে পাখি
    একি লিখা তব
    রচিয়াছ নব
    লেখা ভালো নয়
    ওগো কথাময়

    খেলা ভালো নয়
    ওগো কথাময়


    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)