• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • চোখের ইজেলে : মো: সফি উদ্দীন

    অন্ধকার গাঢ় হয়ে আসছে,
    চোখের ইজেলে ক'জন বিপন্ন মানুষ ;
    ফুটপাথে ক্যামেরার ফ্লাশ :
    বাঁশপাতার মতো তিরতির করে কাঁপছে
    আট-ন' মাসের উলঙ্গ শিশু ।
    শীতের নৈবেদ্যে ওর জোটেনি কোনো বস্ত্র,
    হাত-পা ছুঁড়ে কেবল আস্ফালন করছে,
    যেতে চাইছে বুকের গভীরে স্তনের উত্তাপে--
    কিন্তু পারছে না ।

    ফুটপাথে ক্যামেরার ফ্লাশ :
    উল্টোদিকে প্রসারিত মায়ের হাত,
    জোছনায় খোলা বুক নক্ষত্রের দিকে চেয়ে--
    মৃত রাজহংসীর মতো মাতৃত্ব !
    আমি কিছুই ভাবতে পারছি না,
    আমার চোখে ভাসছে কেবল
    মহেঞ্জোদড়ো আর হরপ্পার বিলুপ্ত সভ্যতা ।
    আমি কছুই ভাবতে পারছি না,
    জোছনায় চিতার গন্ধ বুকে নিয়ে
    ওদেরকে পিছনে ফেলে এলাম--
    প্রার্থনা করি, কক্ষচ্যুত হোক এ পৃথিবী--
    প্রার্থনা করি, ধ্ব.স হোক ত্রক্রূর সভ্যতা ।

    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments