• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • দুটি কবিতা : বাসুদেব দেব



    ॥ ম্যাজিক ॥

    এতসব কাঁচা গল্প নাটক অর্থহীন অপচয়ের খেলা
    এরই মধ্যে পুরোনো আসবাব আর স্বপ্ন
    মেঝে ঘসে ঝকঝকে করে রাখছে কেউ

    কখন যেন ডেকে উঠলো মেঘ
    বনের মধ্যে জেগে উঠলো বাতাস
    আচমকা বৃষ্টির মতো তুমি এলে
    ধুয়ে গেছে তোমার মুখের রঙ
    ভেসে গেছে বানানো সংলাপ
    একটা ভিজে অমলতাস গাছের মতো
    আমাদের উঠোনে এসে গজালে ম্যাজিক
           বল্লে: এলাম

    শুকনো পাতার মতো উড়ে গেল আমাদের বয়স
    ভিজে মাটির গন্ধ মাখা আবছা প্রতীক্ষা
           বল্ল : এসো
    ঝড়ো হাওয়ার মধ্যে ভিতর ঘরে
           জ্বলে উঠলো একটি আলো




    ॥ চায়ের কাপ ॥


    এই সরিয়ে রাখলাম চায়ের কাপ
    চুম্বনহীন ঠোঁটে অবহেলার স্পর্শ
    প্রিয় পানপাত্র, এই তবে বিদায়
    হাহাকার হীন অনুষ্ঠানহীন প্রতিদিন
    উড়িয়ে দেওয়া মরা ঠিকানা বাতিল টিকিট
    খাঁচার দরোজা হাহা করে খোলা
    যাওয়া না আসা সাব্যস্ত হয় নি এখনো
           এই তবে বিদায় প্রিয়সখী, এই তোমার অন্যমনস্কতা



    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments