• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • পট : বীতশোক ভট্টাচার্য

    খুলে খুলে যাবে
    বাজুবন্ধ , চরণচক্রও
    উঠে পড়বে । সে-আগুন খাবে লাল সীতাকেই ,
    তাকেও খাবে সে ।
         এইভাবে শেষ হয়ে গেছে
    কালো মেঘে গোবর্ধন , বস্ত্রহরণের
    নীল স্তূপ, হলুদের লীলা বৃন্দাবনে । না আওয়াজ ,
    রং নেই আর । ভাবভাবনারও
    শেষ এইখানে ।
         টানছে পেছন থেকে অথচ কে পুরাণ-পুতুল ।
    এখনও রহস্যময় , ভঙ্গিমা ও সাবেকি পোশাকে
    স্নিগ্ধ, আর রঙ্গে-ভরা । বাংলা, তুমি নন্দলাল -
    যামিনী রায়ের ? নিরুত্তর চিত্রকর । আজীবন , মরবার পরে
    এই পটে আমরা সকলে
    খুলে খুলে যাব ।


    (পরবাস, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments