• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • প্রতিদ্বন্দ্বী : দেবী রায়



        কবি
    - তবে কি, সূর্য তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী ?
    ঐ যৌবন-উদ্ভিন্না তরুণী,
    প্রথম যাকে লেহন করে - করে আদর
    ঘূর্ণিল ও মন,
           যাযাবর ।
    কবি, তুমিও সেই ঈর্ষায় কাতর
    তোমার-ও কি সর্বাঙ্গে লাগে ধূম জ্বর ।
    ঐ তরুণীর বুকের অন্তরঙ্গে পৌঁছানো
        সহজ নয় সহজ নয় জানি
    হিমেল বাতাস তুমি কার কথা ভাব
    ব্যথাতুর টলমল পায়ের মহাকবি মদ্যপ -
         গিরিশচন্দ্রের স্থির একাকী দাঁড়ানো...

    স্পষ্ট চোখে ভাসে, জানালার কিনারে বসে
    আপনমনে দেয় শিস, ঐ মৌটুসি পাখিরও চোখে জল
    -ঐ কান্না কি কবিতা, না শিল্প ?
    নাকি, এ কষ্টসাধ্য দুরুহ প্রয়াস, এই লেখালিখি সবি নিষ্ফল !

    কে কার কাছে যাবে এগিয়ে, প্রথম চুম্বন
    ঐ অবৈধ প্রণয়
    কবিতার কাঠামো, পলেস্তারা, চক্ষুদানপর্ব
    হয় নি কি সমাপন ?

    প্রাণপ্রতিষ্ঠা ? এখনও কি হয় নি সময় !


    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments