• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • বইমেলার কোলাজ : দীপক হালদার

    ১.

    বইমেলায় একা একা গাছতলায় বসে উত্কর্ণ
    কাকে খুঁজছ
           মোবাইলে ?
    তাকাও সুমুখে,
    দেখ,
    আমি কী অপছন্দের খুব,
    তোমার এ-বিষন্ন বিকেলে ?


    ২.

    ওরা হাত ধরাধরি হাঁটে
    হাতেরা তুমুল
           কোলাকুলি কোলাকুলি
    মনের গভীর থেকে উঠে আসে চোখ
    খোঁজে
           আরও কোন নতুন বলয়
    বই মেলা ভিড়ে ভিড়ে জমে
    ওরা শুধু একা থেকে আর ও একা একা
           আরও ঘোর খোঁজে


    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments