• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • তুমি যার পালক খুঁজো : হারিস মাহমুদ

    যতোটুকু আলো দিলে তুমি
    তার চেয়ে অনেক বেশি অন্ধকার আমি চেয়েছিলাম
    নিহত বৃক্ষের মতো মাটি আঁকড়ে নিশ্চিহ্ন হয়ে যাবো বলে
    আমি আজ কথা বলি উইপোকাদের সাথে
    তুমি যতো খুলতে চাও হৃদয়ের জানালা
    আমি ততো বন্ধ করতে চাই এই মহাকাশ
    হে বুড়ো হরিতকি গাছ, তুমি আর
    জ্বালিও না আগুন মমতার মেঘলা অবেলায়
    আমি সারারাত কান্না শুনি
    জলপিপির চিত্কার শুনি
    হারানো পাপিয়ার মতো কেউ কাঁদে আমার রক্তের প্রাচীন আলপনায়
    আর নিয়তির লাটিম খেলা শেষে
    অমাবস্যার ঝাঁপি খুলে দেখি
    পৃথিবী ডুবে যাচ্ছে চোরাবালির অন্তিম গুহায় ।

    হে পাখি, নিবন্ত তন্দুরে নেমে তুমি যার পালক খুঁজো
    আমি তাকে দাফন করেছি জীবনের প্রথম রবিবার ।


    (পরবাস, সেপ্টেম্বর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments