• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • কবিতাগুচ্ছ : জয়ন্ত ঘোষাল



    ॥ ১৫ই আগস্ট ॥


    মাথায় আকাশ ভেঙে পড়ছে,
    পায়ের মাটিটুকু আছে,
    বন্যা, খরা, ভূমিকম্পে - যে বিলীন হয়নি,
    শুধু নদীভাঙনের ভয়ে কম্পমান ;
    দিকচক্রবালের সবুজ বনানী
    সে আকাশ ছুঁলো, সেকি
    স্বাধিকার নয় ?
    এই স্পর্ধিত-অহংকার নিয়ে
    দাঁড়িয়ে ; আদিম অকৃত্রিম
    দীর্ঘ সব গাছেরা,
    মাটির গভীরে শিকড় খুঁজে
    চলেছে-তার ভিত্তিভূমি ;
    আর তুমি বলছো কাঁটাতারে
    ঘেরা এই ভুখণ্ডটুকু - আমার
    যে নদীর জল আটকে রাখলে
    দুমুঠোর মধ্যে
    তাকি ভ্রান্তি নয় ?
    তোমার সমস্ত বাঁধ ভেঙে
    যাবে একদিন -
    নিশ্চই যাবে -
    অন্ধকারের - পাতার ভিতর
    লুকোনো পাখি উড়ে যাবে
    ভোরবেলা
    হয়তো অন্যদেশে -
    সে দেশ ও আমার
    সেই স্বাধিকারটুকু রাখি
    বিউগল, বেয়নেট ছুঁড়ে ফেলে



    ॥ মাঝরাতে - ১৪ই আগস্ট ॥


    মধ্যরাতে ভীষণ নিজস্ব তুমি ;
    সমস্ত - অধীনতা ভেঙ্গে
    নিরাবরণ অন্ধকারের
    মতো হয়তো
    নিরাভরণ -
    এই মুহূর্তে, সমস্ত
    নিশ্চুপতা ভেঙে দিয়ে
    যদি দরজাটা হাট করে
    খুলে- যায়
    তুমি সেই নাশকতা
    কি ভাবে সামলাবে -
    রাস্তার আলোগুলো
    নিভে গেলে -
    খোলা জানালায় এসে দেখ
    আমি অশরীরী
    হাওয়ার মধ্যে কেমন বাঁচি !



    ॥ আচ্ছাদন ॥




    কত সহজে বলে যাই-
    কেমন আড়ালে ঢেকে
    এক পাহাড় মিথ্যে ;

    বড় ভীরু বলে রাত
    হাত ধরে ডেকে নিয়ে
    যায় - আর বলে
    ঝাঁপ দে, ভোর ফুটবার আগে
    কত সহজে -ঝাঁপ
    দেওয়া যায় -
    মিথ্যে ভয়ে
    শবের মত ঘুমিয়ে থাকি
    নি:সাড় -
    চিলেকোঠার ঘরে-
    তুমি বললে এই শব
    দেহ - দাহ করে আসি

    অস্থিটুকু রাখবে তোমার
    আচ্ছাদনে !



    ॥ শেকল ॥




    ঝনঝনিয়ে উঠলো শেকল
    সোনা, রূপোর
    ধাতব শব্দ ;
    হিরের দ্যুতি ছড়িয়ে
    পড়ছে, আলোয়
    ঢেকে দিচ্ছে সব কালের-

    জোড় হাত করে বসে
    আছি - এই দ্যোতনায়
    আর ব্যাথায় কেঁপে উঠছে
    পেশি; .....

    ..... এই শৃঙ্খল খোল !




    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments