• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • বিবিধ কবিতা :

    বইমেলার কোলাজ

    দীপক হালদার

    ১.

    বইমেলায় একা একা গাছতলায় বসে উত্কর্ণ
    কাকে খুঁজছ
           মোবাইলে ?
    তাকাও সুমুখে,
    দেখ,
    আমি কী অপছন্দের খুব,
    তোমার এ-বিষন্ন বিকেলে ?


    ২.

    ওরা হাত ধরাধরি হাঁটে
    হাতেরা তুমুল
           কোলাকুলি কোলাকুলি
    মনের গভীর থেকে উঠে আসে চোখ
    খোঁজে
           আরও কোন নতুন বলয়
    বই মেলা ভিড়ে ভিড়ে জমে
    ওরা শুধু একা থেকে আর ও একা একা
           আরও ঘোর খোঁজে


    দুটি কবিতা

    বাসুদেব দেব

    ১.

    ম্যাজিক ॥

    এতসব কাঁচা গল্প নাটক অর্থহীন অপচয়ের খেলা
    এরই মধ্যে পুরোনো আসবাব আর স্বপ্ন
    মেঝে ঘসে ঝকঝকে করে রাখছে কেউ

    কখন যেন ডেকে উঠলো মেঘ
    বনের মধ্যে জেগে উঠলো বাতাস
    আচমকা বৃষ্টির মতো তুমি এলে
    ধুয়ে গেছে তোমার মুখের রঙ
    ভেসে গেছে বানানো সংলাপ
    একটা ভিজে অমলতাস গাছের মতো
    আমাদের উঠোনে এসে গজালে ম্যাজিক
           বল্লে: এলাম

    শুকনো পাতার মতো উড়ে গেল আমাদের বয়স
    ভিজে মাটির গন্ধ মাখা আবছ প্রতীক্ষা
           বল্ল: এসো
    ঝড়ো হাওয়ার মধ্যে ভিতর ঘরে
           জ্বলে উঠলো একটি আলো

    ২.

    চায়ের কাপ ॥

    এই সরিয়ে রাখলাম চায়ের কাপ
    চুম্বনহীন ঠোঁটে অবহেলার স্পর্শ
    প্রিয় পানপাত্র, এই তবে বিদায়
    হাহাকার হীন অনুষ্ঠানহীন প্রতিদিন
    উড়িয়ে দেওয়া মরা ঠিকানা বাতিল টিকিট
    খাঁচার দরোজা হাহা করে খোলা
    যাওয়া না আসা সাব্যস্ত হয় নি এখনো
           এই তবে বিদায় প্রিয়সখী, এই তোমার অন্যমনস্কতা

    -------------------------

    ভাবিনি

    প্রমোদ বসু

    এমন করে কক্ষনও ভাবিনি যে, আমারও সব ব্যর্থতা
           একদিন খুন করবে আমায় !
    ঘিলু চিবোতে চিবোতে, কঙ্কাল দুমড়ে-মুচড়ে
    করোটি নিয়ে খেলবে প্রকাশ্য রাস্তায় ।
    আর, ভিড় করে দেখবে পরশ্রীকাতর পাড়াপ্রতিবেশী,
           মায় আমার সুধন্য আত্মীয়স্বজন !

    এমন করে কক্ষনও ভাবিনি যে, আমার সফলতাগুলি
           শুকনো পাতার মতো ভাসতে ভাসতে একদিন
    দিগন্তে হারাবে ।
    আর, আমার নাম-পরিচয়-গোত্র-বর্ণ ধুলো হয়ে যাবে
    স্তব্ধ নশ্বরতায় !

    এমন করে ভাবিনি যে, অজস্র অজস্র অক্ষর মুদ্রিত হয়েও
           একদিন মূক ও বধির হয়ে
    অন্ধকারে অন্ধ হয়ে যাবে ।

    সমগ্রে যাবে না কোনওদিন !

    -------------------------

    ১৫ই আগস্ট

    জয়ন্ত ঘোষাল

    মাথায় আকাশ ভেঙে পড়ছে,
    পায়ের মাটি টুকু আছে,
    বন্যা, খরা, ভূমিকম্পে - যে বিলীন হয়নি,
    শুধু নদীভাঙ্গনের ভয়ে কম্পমান;
    দিক চক্রবালের সবুজ বনানী
    সে আকাশ ছুলো, সেকি
    স্বাধিকার নয় ?
    এই স্পর্ধিত-অহংকার নিয়ে
    দাঁড়িয়ে আদিম অকৃত্রিম
    দীর্ঘ সব গাছেরা,
    মাটির গভীরে শিকড় খুঁজে
    চলেছে-তার ভিত্তিভূমি;
    আর তুমি বলছো কাঁটাতারে
    ঘেরা এই ভুখন্ডটুকু - আমার
    যে নদীর জল আটকে রাখলে
    দুমুঠোর মধ্যে
    তাকি ভ্রান্তি নয় ?
    তোমার সমস্ত বাঁধ ভেঙ্গে
    যাবে একদিন -
    নিশ্চই যাবে -
    অন্ধকারের - পাতার ভিতর
    লুকোনো পাখি উড়ে যাবে
    ভোরবেলা
    হয়তো অন্যদেশে -
    সে দেশ ও আমার
    সেই স্বাধিকারটুকু রাখি
    বিউগল, বেয়নেট ছুড়ে ফেলে

    -------------------------

    মাঝরাতে - ১৪ই আগস্ট

    জয়ন্ত ঘোষাল

    মধ্যরাতে ভীষন নিজস্ব তুমি;
    সমস্ত - আধীনতা ভেঙ্গে
    নিরাবরণ অন্ধকারের
    মতো হয়তো
    নিরাভরণ -
    এই মুহুর্তে, সমস্ত
    নিশ্চুপতা ভেঙ্গে দিয়ে
    যদি দরজাটা হাট করে
    খুলে- যায়
    তুমি সেই নাশকতা
    কি ভাবে সামলাবে -
    রাস্তার আলোগুলো
    নিভে গেলে -
    খোলা জানালায় এসে দেখ
    আমি অশরিরী
    হাওয়ার মধ্যে কেমন বাঁচি ! -------------------------

    আচ্ছাদন

    জয়ন্ত ঘোষাল

    কত সহজে বলে যাই-
    কেমন আড়ালে ঢেকে
    এক পাহাড় মিথ্যে;

    বড় ভীরু বলে রাত
    হাত ধরে ডেকে নিয়ে
    যায় - আর বলে
    ঝাঁপ দে, ভোর ফুটবার আগে
    কত সহজে -ঝাঁপ
    দেওয়া যায় -
    মিথ্যে ভয়ে
    শবের মত ঘুমিয়ে থাকি
    নি:সাড় -
    চিলেকোঠার ঘরে-
    তুমি বললে এই শব
    দেহ - দাহ করে আসি

    অস্থিটুকু রাখবে তোমার
    আচ্ছাদনে !

    -------------------------

    শেকল

    জয়ন্ত ঘোষাল

    ঝনঝনিয়ে উঠলো শেকল
    সোনা, রূপোর
    ধাতব শব্দ;
    হিরের দ্যুতি ছড়িয়ে
    পড়ছে, আলোয়
    ঢেকে দিচ্ছে সব কালের-

    জোড় হাত করে বসে
    আছি - এই দ্যোতানায়
    আর ব্যাথায় কেঁপে উঠছে
    পেশি; .....

    ..... এই শৃঙ্খল খোল !
    -------------------------



    (পরবাস, সেপ্টেম্বর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments