• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • কবিতার কথা, কবির কথা : প্রদীপচন্দ্র বসু

    এখনো কখনো মনে হয়
    কোনও কবিতার পংক্তি পাথর, মাটিতে লেখা,
                 অথবা অমোঘ
    কোনও কবিতার লাইন
    দেবদূত হাতে ধরে লিখিয়ে নিয়েছে,
                 আবার কখনো
    এরকম মনে হয়, লেখার টেবিলে
                 বসে থাকা মানুষটি
    সম্পূর্ণ অচেনা, আর কবি বলে
    যাকে চিনি, সে কী জানে
           কীভাবে থাকতে হয় এ জীবনে বেঁচে ?

    এখনো কখনো মনে হয়
    যে লেখে সে কবি নয়, কবি থাকে
                     অন্য কোনোখানে,
    চোখের আড়াল থেকে তার নির্দেশে
    সেজে ওঠে শব্দ, ছন্দ, ব্যঞ্জনার
                     সুঠাম বিন্যাস ।

    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)