• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • ঘুমিয়ে পড়ার আগে : রাজর্ষি দেবনাথ



    অন্ধ রাত জানলায় জড়ো হলে
    ঘুমিয়ে পড়ার আগে শিউরে উঠলে একবার ।
    নিষিদ্ধ স্বপ্ন কিছু দেখো নাকি যা দেখা বারণ ?
    সীমানার ওই পাড়ে নষ্ট চাঁদ উঁকিঝুঁকি মারে
    রাতপাখি উড়ে যায় ডানা ঝাপটিয়ে
    নিয়মের ব্যাকরণ শেখা শুধু আমাদের দায় ।

    তারার শিশুরা মিলে রাতের আকাশে
    কাটাকুটি খেলে যায় সারা রাত ।
    শ্যাওলার ঘ্রাণ মাখা ডোবার বাতাস
    জলার ঘাসের উরু ছুঁয়ে যায়
    মশারা নাচের তালে ঢলে পড়ে এর ওর গায়ে
    উল্কাপতনের ছন্দে স্বপ্ন দেখে রাত ।
    তোমার স্বপ্নের কথা কে শোনাবে ওর কানে কানে
    কে জাগাবে ঘুমন্ত রাখাল ?

    পায়ের নূপুর খুলে রেখে
    চরিত্র হারিয়ে এসো একবার
    একবার দেখে এসো
    নিষিদ্ধ জ্যোত্স্না
    শরীরের কোণে কোণে কী জাদু ছড়ায় ।




    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments