• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | রম্যরচনা
    Share
  • দু'টি রবীন্দ্রসঙ্গীত : জয়িতা ঘোষ

    ১. পিনাকেতে লাগে টঙ্কার            


    কথা : গানের কথার জন্য রবীন্দ্রসঙ্গীত-ডট্‌-অর্গ আন্তর্স্থল-এ গানের সূত্র-সংখ্যা (যেমন, ২৩৭) অথবা প্রথম কলি ব্যবহার করতে পারেন ।

    সূত্র : পূজা, ২৩৭
    তাল : দাদরা


    ২. তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার ।     


    গানটি ফাল্গুনী নাট্যকাব্যের অন্তর্গত । প্রসঙ্গত: এই বইটি-ই রবীন্দ্রনাথ তাঁর `সকল গানের ভাণ্ডারী' শ্রীদিনেন্দ্রনাথ ঠাকুরকে উত্সর্গ করেছিলেন (১৫ ফাল্গুন, ১৩২২)

    কথা : গানের কথার জন্য রবীন্দ্রসঙ্গীত-ডট্‌-অর্গ আন্তর্স্থল-এ গানের সূত্র-সংখ্যা (যেমন, ৩০৭) অথবা প্রথম কলি ব্যবহার করতে পারেন ।

    সূত্র : প্রেম, ৩০৭
    তাল : দাদরা


    (পরবাস, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments