• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • দুটি কবিতা : বিপ্লব মাজী

    ১. ছায়াপিণ্ড


    নিছক ছায়াপিণ্ডের মত বসে আছি --
    হাতে কোন কাজ নেই ।
    এমনকি
    মগজে চিন্তার যন্ত্রপাতি
    গভীর ঘুমে আচ্ছন্ন ।

    অথচ
    দূর থেকে টর্চের আলোর মত
    কে যেন ভালোবাসার আলো
    ফেলছিল ।

    শব্দ ও বস্তুপুঞ্জ থেকে বেরিয়ে আসছিল
    একটি বর্তুল মুখ --
    আমি চিনি --
    আমার খুবই পরিচিত
    এবং ঘনিষ্ঠ ।

    যার কাছে
    কোন ভণিতা না করেই
    আত্মসমর্পণ করা যায় --
    উত্সর্গ করা যেতে পারে
    সবকিছু ।

    আমার ছায়ার ওপর আলো পড়ল
    তার উপস্থিতিতে --
    তার কথার বিশ্বে দ্রুতগামী ট্রেনের মত
    প্লাটফর্ম পেরোনোর সময় দেখি :

    পেছনে চলে যাচ্ছে মার্কসবাদ ...



    ২. শীতের বাগানে


    শীতের বাগানে
    ভেসে বেড়াচ্ছে একটি মুখ --
    ফুরফুরে তাজা

    শব্দপুঞ্জ ভেঙে
    তৈরি হচ্ছিল অসংখ্য ডানা --
    বিনোদবিহারী মানুষেরা
    সর্বত্রই সুখী সুখী ভাব করে

    বুদ্ধিজীবীদের ইতিহাস
    কোথাও দাঁড়িয়ে থাকে না --
    দ্রুতগামী ট্রেনের মত একটার পর একটা স্টেশন
    অহংকারী ঔদ্ধত্যে পেরিয়ে যেতে থাকে

    মানুষ
    প্রতিটি নতুন চিন্তার পেছনে
    দৌড়োতে সময় নেয় --

    একটি মুখ
    অসংখ্য মুখের বাতায়ন হয়ে খুলে যেতে থাকে --
    চিন্তার সমুদ্র
    মাঝে মাঝে একটি বিন্দুতে এসে স্থির

    যে কোন শতাব্দী
    ক্লান্ত বৃদ্ধের মত পাশার দান ছেড়ে দেয়
    আগন্তুকের কাছে
    এই সেদিনও যার কোন পরিচয় ছিল না ...

    (পরবাস, মে, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments