• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
  Share
 • জনকজননী : জনজিৎ চক্রবর্তী

  যব তিল ক্ষার মৃত্যুর থেকে
  উঠে আসে চাঁদ লবনজারিত
  উঠে আসে আরো অনাহত ধ্বনি
  কোটি অগণন বুদ্বুদরাশি
  বুদ্বুদ আর বিশ্বের সীমা
  সে দেশে দাঁড়িয়ে আমি একা একা
  ছড় টেনে মৃদু বেহালা বাজাই
  অঙ্কুর ফেটে এক বটগাছ নীরবতা ওঠে
          নির্জনে নামা তার ঝুরি ধরে
          শিশু দোল খায়
  একদা কি ছোট তুচ্ছ ছিল সে
  ভাসানো বা ফেলা আচানক ভ্রুণ
  ফুলের গহন আলো চুরি করে
  এখন ডাগর শিশু দোল খায়
  আমাকেও দেখে এ কাঁধে বেহালা
  বলে `আর গান শোনাবে না তুমি ?'
  যব তিল ক্ষার মৃত্যুর থেকে
  লবনজারিত চাঁদ খসে পড়ে
  অনাহত ধ্বনি ঢেউ ধেয়ে আসে
  যে নারী আমার সাথে সাথে থাকে
  কেবল জড়ায়
  বলে নেমে যাও আমার ভিতরে
  যাও কুয়ো খোঁড় জল তুলে আনো
  আমাদের বড় তিয়াস লেগেছে
  আমিই পারিনা প্রতিবন্ধীর
  খননে যে আজো ভয় ভয় করে
  এই দুজনের মাঝখানে সাদা
  নো ম্যানস ল্যান্ড এইটুকু জমি
  নাসিংহোম ডাস্টবিন ও. টি
  ও. টি ঘর আলো ফরসেপ তুলো
  এইটুকু জমি এত ধরে আছে
  এক বটগাছ নীরবতা নীচে
  দাঁড়াই দুজনে হত্যা ও হত
     ওর মা বলে
  ওর মা বলে
  "ওরে পড়ে যাবি নেমে আয় সোনা"
  সেই বদমাশ দোল খাওয়া ছেড়ে
  নেমে এসে চাঁদ লবনজারিত
  সব অনাহত ধ্বনির আড়ালে
  নেমে এসে ঐ মৃত্যু আড়ালে
  সব অনাহত ধ্বনির আড়ালে
  লুকিয়ে কেবল টুকি দিয়ে যায়
     আমি তার বাবা
  আমি শুধু ওর জননীর পাশে
  ছড় টেনে টেনে বেহালা বাজাই ।

  (পরবাস, মে , ২০০৫)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)