• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • সমুদ্রের কিছু গল্প : কাবেরী রায়চৌধুরী

    (১)

    ছুটে চলেছে টাটাসুমো, আমরা যে যার মতন
    মুখে চোখে হাসি, অবোধ খুনসুটি সৌম্য প্রকাশে--



    (২)

    সময় এখানে কোকিলের কুহু শিষ ভোররাতে
    সময় এখানে গালে হাত দিয়ে ভাবে কোথায় কবে
    সময় সাগরের বুকে স্নান করে হুটোপাটি
    সময় জেলে পাড়ার কুমারীর বুকে আহা ফোটে !



    (৩)

    তারপর আমরা বসে রইলাম, যে যার নিজের নিজের মত
    শরীরের মধ্যে থেকে লাফিয়ে পড়ল সমস্ত মাছেরা ঝাঁকে ঝাঁকে
    উড়ালে গেল উড়ুক্কু যারা, বাকি আর যারা ছিল ঢুকে গেল
    আরও অন্ধকার জলের একদম ভেতরে
    অন্য কোনও সামুদ্রিক বাঁকে --



    (৪)

    ... তারপর ফিরে আসি, সমুদ্র পেছনে পড়ে থাকে
    বাতাসে আঁশটে ঘ্রাণ, ঝিঁঝির শব্দ মেশে নি:শ্বাসে
    কূপী জ্বলে দূরে দূরে, মদ - মত্সের স্মৃতি নিয়ে


    (পরবাস, মে, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments