• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
  Share
 • তিনটি কবিতা : কৌশিক সেন
  ১. রূপকথা

  ঝর্নার কাছে নুড়িপাথর, আমাকে রেখে গেছ কাল থেকে একদম
  একা
  পায়ের কাছে জল বইছে, ঝোলায় বাঁধা সময় নিথর
  তখন তুমি পগারপারে ।
  তোমার কাছে সুখের থলি, তোমার ফেরার তাড়া কোথায় ?

  ব্যাপারটা শুরু সেই সরাইখানায় আর লোকটাও নাকি জাদুকর
  ঝোলায় ভরে সময় দিলো, ব্যস্ত সময়, দামি সময়
  পালিয়ে গেলে মহাবিপদ ।
  খেয়ালও নেই কখন তুমি পুঁটলি বেঁধে সুখ নিয়েছো ।

  সেই থেকে সাবধানে আছি, দিন কাটাই সময়ের টুথপেস্ট টিপে ।
  খাপে খাপে সব মিলেছে, সুদ আসলে মস্ত খাতা ।
  অমিল শুধু তোমায় বিনা,
  অনন্তকাল, ধ্যাবড়া কালি তামাদি কোন সুখের হিসাব ।  ২. মাঝবয়েস

  একটু বাদেই সকাল হবে ও মাঝবয়েস
  মটকা মারো, এখনো নয় দিনেরবেলা
  যখন তুমি আপনমনে মণ্ডা ঝোলাও
  খুড়োর কলে । সন্ধ্যা হলে হজম করো
  বাক্সবোঝাই ঘ্যানঘ্যানানি । বদলে গেল
  চোখের কথা, নকসিকাঁথা, তপ্ত প্রহর
  ফুলকি ওঠা, অরণিকাঠ, নি:স্ব হওয়া
  তার বদলে এই আলিশান ঠাণ্ডা মেঝে
  আর কতোবার মুঝবে বলো, ও মাঝবয়েস
  স্বপ্নগুলো ভোরের আগে ভেলায় বাঁধো
  বানভাসি মন যদিই ফেরে উজান স্রোতে
  তোমার কাছে তেপান্তরে সে ছাউনিতে ।  ৩. ইরাকের চিঠি

  পোড়ামাটি আর বারুদের কালি
  মেশিনগানের টানা হাততালি
  পাঠাব ভাবছি তোকে
  দূর মরুভূমি থেকে
  তারা ডোরাকাটা দগদগে লাল খামে ।

  তেলেভাজা থেকে আগুনে কড়াই
  ছাতি দমাদম বাঁদুরে বড়াই
  বোমা না হজমিগুলি
  কবে তুই বলেছিলি
  রাত ভোর হবে দিনবদলের গানে ।  (পরবাস, মে, ২০০৫)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)