• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • হারানো ভিটে : রথীন মিত্র

    এখন তো শুধু স্মৃতির গহীনে ফিরে যাওয়া ।
    পোড়ো ভিটে
    কবেই ভেঙে গিয়েছে আগড়
    রাঙচিতের বেড়া,
    চারিধার শুধু সাঁইবাবলায় ছাওয়া ।
    অথচ সে চেয়েছে
    এই ভিটে তার মাঠকোঠা হবে
    তুলসীতলায় দেখাবে পিদিম
    নতমুখী বধূ
    হু হু হাওয়া ঝরাবে আঙিনায় শেফালি বকুল ।
    দূরেতে নদী
    পাড় ভেঙে ভাসবে না দুদিকের কূল ।
    নদী দূর ছিল
    নদী ছিল পথ - সাঁকো বেয়ে
          এপার ওপার যাওয়া আসা ।
    পথের ধারেতে ছিল
    সবীজ পুষ্পের ঘ্রাণে
    সমন্বিত অতীত ভবিষ্যৎ
    আর অজস্র ভালোবাসা ।
    এখন তো প্রেম নৈ:শব্দ
    সান্দ্র আলোয় মুখোমুখি ।
    মোহনা কতো দূর
    পোড়োভিটের ভাঙা ঘরে
    বৃন্দাবনের স্মৃতি শুধু জ্বলে
    আর মন রাতভোর শোনায় মাথুর ।

    (পরবাস, এপ্রিল, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments