• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • দুটি কবিতা : রোহণ কুদ্দুস

    সন্ধ্যামালতী হীরে


    সন্ধ্যামালতী মানে সংগোপন বিকেল শীতাতপ
    সে সন্ধ্যার বোন মালতী সরকার
    `আমায় হীরে এনে দিবি ?'
    `আচ্ছা দেব' ব'লে সাইকেল ঠেঙিয়ে
    ঘুরে বেড়িয়েছি হীরের খনিতে খনিতে
    কিচ্ছু পাইনি পঞ্চান্ন টাকায় কি হীরে মেলে ?
    শেষকালে একটা পাগলাঝোরায় নেমে
    কুচি কুচি হীরে স্নান রামধনু

    `ও তো আমারও আছে'
    ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে সে
    হীরে বিন্দু বিন্দু কাচ
    আজকাল দু'একটা খসে পড়লে
    উলটে পালটে দেখি
    সাইকেলের পিঠে বসে মেঘে মেঘে
    উড়ে চলে বয়সসন্ধি মালতীর
    হীরে শিকারী কিশোর মাতাল



    গাঁজা সংক্রান্ত


    বি. টেক.-এর পর ভেবেছি গাঁজার চাষ দেব
    ব্যাঙ্ক লোন নিয়ে মানস সরোবরের ধারে
    একটা জমি নেব সঙ্গে ছোট্ট দোকান -- শুধুই গঞ্জিকা
    `এটা ভালো লাগলে আরো একটা নিতে হবে কিন্তু'
    তীর্থযাত্রীদের মিষ্টি হেসে আব্দার করবে আমার ছোট্টো বউ
    ফরাস তাকিয়ার এদিক-ওদিক ছড়ানো থাকবে কাগজ-কলম
    কবিতা লেখার ঢালাও অনুমতি
    পুণ্যার্থীর পাপের সহজপাঠ

    আপাতত কল্কের নকশা করছি তারপর আলো
    আমার অবশ্য মৃদু আলোতেই নেশা চড়ে বেশি
    এবং যেহেতু কবিদের গাঁজাড়ু হতে দোষ নেই
    তাই আহা ! আরো একটা পুরিয়া হরে যাক
    শুনছো ? এদিকে ঘুরে যেও রামশরণ


    (পরবাস, মে, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments