• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | গল্প
    Share
  • একটি অনেক পুরোনো গল্প : বাসুদেব দেব

    বড়বাজারের ভিড়ে গলদঘর্ম হয়ে কেনাকাটি করছেন বিপুল নস্কর, মেদিনীপুরের বড় ব্যাপারী । ট্রাকে মালপত্র তোলা হচ্ছে । এ গদি থেকে ও গদি । নানান রকমের সওদা । এ কাজে তদারকি করছে মহিম মজুমদার, বিপুলবাবুর বিশ্বস্ত কর্মী । বয়স বেশি নয় কিন্তু খুব বিচক্ষণ, হিসেবী লেখাপড়া জানে, নিয়মকানুন রপ্ত, সৎ ও পরিশ্রমী । পুজোর আগে নানান রকম চাহিদা অনুযায়ী লিস্টি অনুযায়ী কেনা কাটা চলছে । দু চারজন কর্মচারীও আছে, গাড়িতে যাবে তারা । বিপুল বাবুকে পালদের গদিতে বসিয়ে মহিমই সব কাজ করছে । তেষ্টা পেতে সে একটা ডাব খেতে রাস্তার মোড়ে যায় । ভিড় সেখানে । কত রকমের লোক । তার মধ্যে হঠাৎ সেই মুখ । মহিম ভয় পেয়ে যায় । কপালে কাটা দাগ, আধখানা ঘোমটা, চোখ জ্বলছে । মহিমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই কালো মেয়েটি । অবিকল সেই মুখ । মার মৃত্যুদিনে হাসপাতালে দেখেছিল । রন্টুর একসিডেন্টের সময় রাস্তার ওপর জটলার মধ্যে দেখেছিল । ভয়ে সিঁটিয়ে যায় মহিম । সমস্ত তেষ্টা বুকে নিয়ে ছুটে আসে বিপুলবাবুর কাছে । কি হলো মহিম ? আমি এক্ষুনি খড়গপুরে চলে যাব কর্তা, যে গাড়ি পাই তাতেই । - কেন ? - সেই মেয়েটি, আমি জানি সে আমার মৃত্যু । - এত ভয় পেয়েছো ? সমস্ত শরীর ঘামে ভেজা । চোখ লাল । বিপুল বাবু আটকালেন না । যাও, দুখনকে বলো হাওড়া পৌঁছে দেবে । দুখন ওর ড্রাইভার । সাবধানে যেও । এদিক আমি সামলে নেব খন । কাজ তো অনেকটাই হয়ে গেছে । মহিম তীরবেগে বড়বাজার থেকে বেরিয়ে হাওড়া ছুটলো ।

    বিপুলবাবুর কি মনে হলো, উঠে রাস্তার মোড়ের দিকে গেলেন । ঐখানেই তো মহিম সেই মেয়েটিকে দেখেছে, ভিড়ের মধ্যে ।

    এদিক ওদিক তাকাতেই বিপুলবাবুর সঙ্গে সেই মেয়েটির দেখা । অদ্ভুত তার চোখ দুটো, আকর্ষণীয় আদিম তার মুখখানি । কপালে কাটা দাগ । লাল ঘোমটায় আধেক ঢাকা তার মুখ । একটু এগিয়ে গেলেন, - তুমি, তুমি মহিমকে ভয় দেখিয়েছ ? মেয়েটি চোখ তুললো বিস্ময়ে । ভয় ? না তো ? আমি তো মহিমকে দেখে অবাক হয়েছিলাম মাত্র । - অবাক ? কেন ? - আসলে মহিমের সঙ্গে আজ সন্ধ্যাবেলা আমার দেখা হবার কথা খড়গপুরে । এই দুপুরে এখানে ও কি করছে, তাই ভেবে অবাক হচ্ছিলাম আর কি !

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)