• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • বলতে বলতে হয় না বলা : অভিজিৎ কর গুপ্ত

    ``যে কথাটা বলব ভাই--
    বলতে বলতে চলতে চাই ।''
    সেই কথাটা হয় না বলা,
    দিনের শেষে শুকায় গলা ।
    সেই কথাটা রইল বাকি,
    সমস্ত দিন এমনি ফাঁকি ।
    বকতে বকতে বকার মানে--
    কেউকি তোকে নিচ্ছে কানে ?
    ওরে ন্যাড়া এবার থাম ।
    কে দ্যায় তোর বকার দাম !


    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments