• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
  Share
 • বর্ষাযাপন : অনুষ্টুপ শেঠ  ॥ পিকনিক ॥


  বত্সরান্তে একবার । মাত্র ।
  আকাশের সঙ্গসুখ
       ঠিক
       যেন পিকনিক ।

  যেমনটি পিকনিকে হয়, সক্কলে
  উদার ও আনন্দিত
  প্রসারিত দুই হস্তে স্বপ্ন ও কবিতা
       আর
       পিকনিক নিয়ম মেনে
           বন-ফায়ার ?


  ॥ বন-ফায়ার ॥


  মুহূর্তে অগ্নিস্পর্শ, অনন্তের অবগাহন ।
  সমাগত বিড়ম্বনা, সর্বসখা কলকূজন


  ॥ বিড়ম্বনা ॥


  এমনতরো বহুবিধা
  কাউকে তাই ফেলতে নারি
  যে-জন আছে স্ফুলিঙ্গতে
  যে-জন ঘোর সংসারী


  ॥ সংসারী ॥


  যাই । ফুর্তি করি । ফিরে আসি ।
  এসে, চাই ও চাওয়ার গল্প লিখি
  নিশ্চিন্ত এই জেনে
  সীমাবদ্ধ বন-ফায়ার
  নিবে গেছে শিশিরক্ষরণে

  পুনর্মুষিক, সাগ্রহে সংসার মেলি আনাচে কানাচে
  অভীপ্সিত দাবানল
  সযত্নে তোলা থাকে আগামির আঁচে ।

  (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)