• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
  Share
 • বিশ্ব উষ্ণায়ন : বৈদূর্য ভট্টাচার্য

  (দেবদুলাল-সদৃশ আকাশবাণী-সুলভ সংবাদপাঠ )

  খবরে প্রকাশ: জাপানে পড়ছে ইয়েন
  মেসোপটেমিয়াতে বোম
  প্রেমে নরনারী
  আর এই বছরে গরম
  পড়ছে তো পড়ছে তো পড়ছেই

  (উদ্দাম ড্রামস সহযোগে অ্যাকুস্টিক গীটারবাদন;
  তারপর রাহুলদেববর্মণের মেহবুবা-সদৃশ বিকট হেঁড়ে গলায়)

  এই যে রোজ ঘটনার ঘনঘটা
  এই রোজকার বকেয়া আদায়
  এতে কার উপকার
  কার কেস জণ্ডিস প্রায়

  (তৃতীয় হার্মনিতে কোরাস)

  সব বোকা লোক
  বল বৃষ্টি হোক
  বুকে সেফটি পিন
  এঁটে দিনকে দিন
  বন্যা কি আটকানো যায়

  (করুণ ক্ল্যারিনেট;
  তারপর মোলায়েম গলায়)

  এখানে মেঘ করেনিকো একযুগ
  ধুলো ভাসে বিস্মরণের
  জমা পড়ে অবিরল, ফের মুছে যায়
  প্রত্যাশা নানা ধরনের

  (মাইনর চাবিতে পকেটমার-যাওয়া জাতীয় নিরাশার আবহ)

  জীবিকা অথবা কোন চেনা অবয়ব
  সন্ধানে রোজ রাস্তায়
  দিন যায়, গেলে পরে অবিকল
  দিন এক আসে পুনরায়

  (বিস্মরণ-বোধক আধুনিকধাঁচের ইন্টারলুড;
  তারপর তৃতীয় হার্মনিতে কোরাস)

  সব বোকা লোক
  বল বৃষ্টি হোক
  বুকে সেফটি পিন
  এঁটে দিনকে দিন
  বন্যা কি আটকানো যায়

  (আবার অ্যাকুস্টিক গীটার, এবার আকুল চড়াসুরে)

  তুমি ভেবেছিলে বাড়ী ফিরে যাবে
  ভেবেছিলে সেই আঙিনায়
  আজও সে অপেক্ষমানা
  সব পাল্টায় --

  (রাবীন্দ্রিক আবহ)

  শুধু সেই অবিচল তুমি ভেবেছিলে
  কপালে সিঁদুর আর বালুচরী শাড়ী
  পরে সময় বিমুখ, তুমি ভেবেছিলে

  (আবার অ্যাকুস্টিক গীটার, কেন ভেবেছিলে হে বুদ্ধু এই প্রশ্নস্বরূপ
  আগের চেয়েও আকুল চড়াসুরে)

  প্রোমোটারে নিয়ে নেয় বাড়ী

  বাবুলাল মিস্তিরি আস্তানা পায় কিছুদিন
  সব শেষ হলে পর
  গ্যারাজ উদয় হয় অঙ্গন জুড়ে

  (স্টার ট্রেক জাতীয় উদ্বেল আবহ)

  আটখানি ফ্ল্যাটের ভিতর
  তুমি পাও তিনখানা
  তোমার জানালা থেকে ইদানীং
  চোখে পড়ে যায় সেই করমচার গাছ

  অনুযোগবিহীন

  (মল্লারসুরে আবহ, চেলো ইত্যাদি)

  পাঁচিলের গায় ফলবতী
  সে তাহার কথা রাখিয়াছে
  ফ্ল্যাট ঘিরে মেঘ করে আসে
  ফ্ল্যাট ঘিরে মেঘ করে আসে

  (মল্লারসুরে অ্যাকুস্টিক গীটার;
  তারপর তৃতীয় হার্মনিতে কোরাস)

  সব বোকা লোক
  বল বৃষ্টি হোক
  বুকে সেফটি পিন
  এঁটে দিনকে দিন
  বন্যা কি আটকানো যায়

  (কোরাস পুনরাবৃত্তি)

  (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)