• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • ও বাদল ছায়া : বাসুদেব দেব

    বর্ষার মেঘ ঘিরেছে আজ আমাদের সংসার
    উদ্বেগ ভালোবাসাকে এত ধারালো করে
    যেখানে লাগে সেখানেই রক্তপাত
    মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে, হায় ক্ষণায়ু স্মৃতি
    এ সময়ে তুমি কোথায় চলেছ এলোচুলে, একা
    ছাতাও নাও নি কেন ? ছোট ব্যাগ ? কার কথা ভাবো ?
    হায় ক্ষণায়ু স্মৃতি, দুর্বোধ্য নামের সই আঁধার ঝিলিক
    অতীতের বুক চিরে ছুটে আসে মৃত্যুর বিষাদ
                         ভিজে হাওয়া
    তোমার কি ভয় নেই ? দুর্নামের ? অসুখের ?
        একেবারে একাকী থাকার ?

    সংসারের টান থেকে চোরা ক্ষতে নুনের ছিটানি
    খোলা জানালার চোখ তোমাকে দেখতে থাকে

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)