• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • পালকের গড়ন : বীতশোক ভট্টাচার্য

    নাটুয়ার মাথা থেকে খসে পড়ে গেছে ?
    মাটি থেকে তুলে একা পালকের গড়ন দেখেছো ।
    জল হাওয়া কেটে যাওয়া নরম ফলার
    একটি চিকন বাঁক এই নেমে গেছে ।
    ওই পাশে, একটু সরে গিয়ে
    উঠেছে কি-না-উঠেছে নমনীয় খানিকটা ঢেউ ।
    ভাসমান সুষমায় দুলে উঠলো কার শিরদাঁড়া ?
    উত্রে-চলা এই ডগা, বিঁধে-থাকা ওই বাণমূল ।
    কলম তুলেছো হাতে এতকাল, এটুকু না বুঝে ।

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)