• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : ব্রত চক্রবর্তী

    ॥ মুঠো ॥

    মুঠোতে কিছুই নেই,
    তবু প্রলোভনে পড়ে যাই ।
    এসে এসে ঘুরে দেখে যাই,
    যদি কিছু পাই ।
    যতক্ষণ আছি, থেকে যাবো,
    মুঠো খুলোনাকো এই ব'লে যাই ।


    ॥ বিশ্ব ॥

    বারুদের স্তূপে বিশ্ব ব'সে ব'সে হাসে
    ফুলগুলি ফোটে আর ঝ'রে যায় ত্রাসে
    এলানো কেলানো কাব্য যতবার আঙুল ওঠায়
    সন্ত্রাসের মার্সিডিজ পাশ দিয়ে হুশ্‌ চলে যায়



    ॥ একা ॥

    একা থেকে হবে ভাবেনি ঈশ্বর
    শুনে যেতে হবে ভাবেনি নিজের স্বর
    একটি উদাস রোজ ঈশ্বরের ঘর ফালা করে
    তার চোট এসে লাগে মানুষের ছোট ছোট ঘরে


    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)