• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • স্বপ্ন কুসুমে : কার্তিক মোদক

    মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যাই গোপন কলরবে
    কত কিছু ভাবি দিনভর অস্থিরতা অসুখের কথা
    রক্তমাংসে গড়া পৃথিবীর এই মনুষ্য জীবন
    নবরূপে দেখা দিতে জগৎ সংসারে আবার

    তবু নাই পাথরের চকমকি গর্জনে আলো আঁধারে
    স্বপ্ন কুসুমে তোমাকে ছুঁতে ভুল অনুরাগে ধূসর চরে ।

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)