• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • অসময়ের ছড়া : কৌশিক সেন

    এখন তুমি বাইরে বসো
    সময় গেছে
    সেদিন ছিলো আকাশ জুড়ে
    ছড়িয়ে দিতাম দেদার হাসি, পাগলামো আর দমকা হাওয়া
    আসছো যদি খবর পেতাম

    খবর পেতাম তোমার খোঁজে
    বাজার বেহাল
    কাঠ বেরসিক সেই সকালে
    বগল বাজায়, ব্যবসা ছেড়ে, ধাক্কা ভুলে, বেতাল রাগে
    ভরদুপুরে পদ্য লেখে

    পদ্য লেখে সেই ছেলেটা
    চিলেকোঠায়
    জীবন ঝোলে অঙ্ক খাতায়
    একজামিনে, সবজে পাতায়, ভিসার কাগজ কনসুলেটে
    ভুতুড়ে এক চাবুক কষায়

    চাবুক কষায় কাছের মানুষ
    দূরের মানুষ
    বুকের কাছে গোপন মানুষ
    রাস্তা জুড়ে অনেক মানুষ, নতুনবাজার, মটরগাড়ি
    তিনতলা ওই পাশের বাড়ি

    পাশের বাড়ি আলিনগর
    দুয়ার আঁটা
    ছেলেটা তাই অঙ্ক করে
    তোমায় ভোলে অনায়াসেই, চাবির খোঁজে কুটোয় মাথা
    কখন ভাসে দুধসাগরে

    দুধসাগরে এখন ভাঁটা
    বিকেল হলো
    পাওনাদারে উঠোন ছাওয়া
    গভীর রাতে চুপটি করে, একটুকু ফাঁক খিড়কি বেয়ে
    ওই যা কিছু তোমায় পাওয়া ।

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)