• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • নতুন ঘুড়ির খোঁজে : মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়

    ঘুড়ি তার কেটে গেছে হাতে আছে হাতের লাটাই...

    এখন আকাশ দেখে আকাশে মেঘের খেলা
    বাতাসে কখন তার স্বপ্ন ভেসে গেছে
    দূর থেকে দূরান্তরে নাগালের একান্ত বাহিরে
    ভালবাসা নীল শূন্যে হুমড়ি খায় নিজস্ব বিষাদে ।

    ঘুড়ি তার কেটে গেছে সব যুদ্ধ এখন থেমেছে

    অথচ অনেক কিছু জয় করতে বাকী
    তবে কেন হাতের পতাকা তার অন্য হাতে চলে যায়
    সে এখন অনন্ত ভাসানে ভাসে
    জল থেকে জলে
    গোধূলির রক্তপাত তাকেও চমকায় ।

    সব পাখি ফিরে আসে সব নদী চলে যায় ঘরে
    সে কেবল দু' হাতে লাটাই নিয়ে
    নতুন ঘুড়ির খোঁজে আকাশে দু' চোখ তুলে
    শক্ত পায়ে ময়দানে দাঁড়ায় !!

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)