• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • নামাবলী : নীলাঞ্জন শাণ্ডিল্য

    সুতনুকা সেন আর বলরাম বন্দ্যো
    শুভদিনে দুজনের হলো পাণিবন্ধ ।
         তারপরে দিন গেলে
         কোলে এল এক ছেলে
    মুখে-ভাতে নাম হলো ভব সেন-বন্দ্যো ।

    কানু মণ্ডল আর মণিমালা পান্তি
    ন'বছর প্রেম করে এসে গেল ক্লান্তি ।
         বিবাহ আপিসে যেয়ে
         বিয়ে হলো, হলো মেয়ে
    কানু, মণি আর সুধা মণ্ডল-পান্তি ।

    দুই পরিবার ছিলো পাশাপাশি পাড়াতে
    দেখা হতো পথে-ঘাটে ঘুরতে বা দাঁড়াতে ।

    বিধাতার মনে ছিলো না জানি কী ফন্দি
    ভব-সুধা কালে হলো প্রেমপাশে বন্দী ।
         কলেজে ও সিনেমায়
         একসাথে দুটি যায়
    কখনও কলহ হয়, কখনো বা সন্ধি ।

    মণ্ডল-পান্তি আর সেন-বন্দ্যো
    বিয়ে হলো ; মা-বাপের লঘু হলো স্কন্ধ ।
         তারপরে অসুবিধা
         ভ্যাবা চ্যাকা ভব-সুধা
    সন্তান হলো তার নাম দিলো কান্তি ।
    পদবী কী হবে তাতে বড়ো উদ্ভ্রান্তি ।

    হবে সেন=মণ্ডল-পান্তি ও বন্দ্যো ?
    নাকি মণ্ডল-সেন-বন্দ্যো ও পান্তি ?
         কবি বলে নাম থাক
         পদবীটা মুছে যাক
    বানানে সুবিধা হবে, মনে হবে শান্তি ।


    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)