• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : রাজেশ গঙ্গোপাধ্যায



    লেখালেখি


    এভাবে তাকালে পরে বরফও গলে যায় জানতাম
    ঘাড় ঘোরানোর ছলে চাবুক ছপাং করে হৃদয়ে
    মুগ্ধতা মনে কোনো কথা নেই দুটি চোখ পুড়ছে--
    এভাবে দহনে থেকে ছাইপাঁশ খাতা ভরে লিখছি



    কাল্পনিক


    এ জীবনযাত্রা যদি কাল্পনিক হয়
    তাহলে বোধহয় সেই সোনালী নদীটা ... লাল নীল মাছ ...
    রুপোলি ফুলের গাছে রঙিন পালকওলা পাখিরাও
    অথচ এসব কেন হুশ করে আসে ... চলে যায় ...
    নিদারুণ জ্যাম-এ ফেঁসে যখন দাঁড়িয়ে আছি দুপুরের বাসে
    পকেটের সেল ফোনে এস.এম.এস -- "মিস্‌ ইয়্যু"
    সারা শহর ফিসফিস করে -- "মিস্‌ ইয়্যু" ... "মিস্‌ ইয়্যু" ...

    এ জীবনযাত্রা যদি কাল্পনিক হয়
    তাহলে কি প্রতারণা ভালোবাসাটির মতো
    মোলায়েম জিজ্ঞাসা করে --
    "দ্যাখ্‌ তো কপাল ছুঁয়ে জ্বর কিনা ?"

    এ জীবনযাত্রা যদি কাল্পনিক হয়
    তাহলে কি পাগলির খোলা চুলে বিনুনি বাহার ?

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)