• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • ইতিহাস : ঋতব্রত মিত্র


    সমুদ্র তো নীল -- নীল মাটিরও রঙ বুঝি ?
    জলের মতো মাটিরও তবে জোয়ার ভাঁটা হয় !
    কী সেই খরস্রোত -- স্রোত গর্জে মাথা তুলে
    পাহাড় হয়ে থমকে দ্যাখে আকাশ ছোঁয়া ভয় !

    ভয়েরও রঙ নীল -- নীল শরীর ছুঁয়ে ছুঁয়ে
    বাতাসে বিষ ভাসে, সবার মৃত্যুদিন গোণে
    বিষেই বাঁচে প্রাণ -- প্রাণ অট্টহাসি হাসে
    মাটি-মানুষ-সমুদ্রের অনন্তমন্থনে


    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments