• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • সম্পর্ক : সন্তোষ মুখোপাধ্যায়

    সম্পর্ক নিষ্ঠুর বড় । সে শুধু নিজের কথা জানে ।
    তার কোন দয়ামায়া নেই । সে পুড়িয়ে ছাই করে
    কত তীব্র কথা । শীতল গাঙুর ঠেলে নিচু টানে

    তার যাতায়াত । অবিমিশ্র গৌণ মেলামেশা - সব ;
    প্রতিদিন ঘুরে ঘুরে মাছের মতন জলে ।
    এখানেই পড়ে থাকে ভুলগুলি বিমর্ষ, নীরব

    পাথরের গায়ে । প্রতিদিন পর্ণমোচী বেলা ঝরে ।
    ছড়ানো পাতার কাছে অশ্বের চাতুরিগুলি বাজে ।
    বাড়িঘর ভুল হয় । কথা বলি অচেনা অক্ষরে ।

    সম্পর্ক কঠিন বড় । সে যদি পাথর হয়ে যায় -
    আমি সেই পাথরকে ভয় পাই আজ - কাহ্নসখা

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments