• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সৌমিত্র সেনগুপ্ত

    একবার পাথর হও দেখি

    রাত্রি সুরূপা হলে আমি চেয়ে নেব বাড়তি দুপুর
    রঙিন বনমোরগ তুলি ও পালক কয়েক গোছা
    জন্মের লালাক্ষয় ভুলে যেতে নিটোল সংলাপজাল
    তুমি তখনো বলবে - একবার পাথর হও দেখি

    ভাল লাগে বাঁ-বুকের তিল থেকে জলদাগ সোঁদামাটি
    ঘামে ভেজা হাতে অক্ষর মেলা মলাটে ও মার্জিনে
    দৃষ্টি ভরা বিষন্নতা নিয়ে ফিরতি মেঘে বৃষ্টি জমেছিল
    তা বলে বিধাতা হতে চাইনি প্রয়োগে বা অকারণে

    না-কথার এলোমেলো ঝড় সরে গেছে সবুজ কিনারা
    বেড়ে ওঠা অন্ধকার পাতার পোশাকে রাত জ্যোত্স্না
    মুগ্ধতার কাছাকাছি ভুলেছে ঠিকানা রাজপথ ও গলি
    তুমি তখনো বলবে - দাগ এখনো তত গভীর নয়
              


    বর্ণচিত্র - ২

    এখানে যে আলো তার পাশে কোথাও
             হলুদ ডিম নেই
    সরে যেতে গিয়ে হামেশাই ছোটবড় ছায়া
         কখনো জলের স্রোতে কেঁপে
           কখনো চাপা শীত্কার
    দলছুট হলে অন্ধকারে হারিয়ে যেত ওরা

    জানালার কাছে জলকণা হাওয়ার ভিজে বাদলা
    আলগা বুনটে গল্প নাহয় গল্প নাই বা হল
    আপাতত পকেটে ভাজ করে রাখা
         সোনালী মুখ কাজে লাগছে
        ছিটকে আসা উত্তাপ মুছে নিতে
    অথবা রুমালে মোড়া স্মৃতির বর্ষাতি প্রলেপ

    ছাঁকনিতে পুরনো কথার পাতা ভিজিয়ে
             এক চামচ ভালবাসামুখের চিনি
    কি-ই বা এলো গেলো না পাই খুঁজে পথ
    এক আধ পশলা মিলিয়ে গেলে
             চোখের কোলে মোমবাতিরঙ
         গাঢ় চা আর সাত দরজা পেরিয়ে
    আমাকে খালি করে উড়ে গেল একঝাক পায়রা



    অন্য কারো কাছে

    এই ভাবে দিন ফুরোয়
    দিন বছর হনুমান চালিশা
    ফুরিয়ে শুরু হয় সময় পেরিয়ে

    হাতটা ভেসে যাচ্ছে
    একটু একটু করে
    পুড়ছে লাভাস্রোতে
    অন্যটা বাড়িয়ে তুলে আনছি
    ডুবে থাকা আঙুল সমেত
        এই ভাবে ঠিক এই ভাবে
    সময় পেরিয়ে    জমিয়ে রাখছি
    অন্য পরিসরে
    অন্য কারো কাছে

    বুনে চলেছি
    অকথন কুড়িয়ে রূপনের রাত
    বাফারে সাজানো
    স্পর্শসুখে ভেজানো উত্তাপ
    কথাসার
    দিন বছরের ঘুমহীন


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)