• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • যা কিছু বুঝিনি : সৌমিত্র সেনগুপ্ত

    তুমি যা বলো তার অনেকটাই বুঝিনি
    বা বুঝবো না কোনোদিন ...

    দুপুর হাতঘড়ির কাঁটা ছাড়িয়ে এখন যাবে
    বনজ প্রশান্তি সুর মেঘের বিকেলে বিলীন
    টেলিফোনের তার বেয়ে আরও আসবে
    প্রশান্তি বিগত দশকের রোমন্থন শিবিরে

    অথচ তুমি বলবে অবৈধতা মূলক রাত
    কাটাতে চারপাই আকাশের ...

    এখান থেকে শতেক যোজন তোমার ঠাঁই
    সন্ধ্যার হিমেলে জমা পরিকল্পনা সর্বনাম
    চোখের জল ছুঁয়ে যৌনতার পরিচয় সাক্ষর
    কখন যেন বদলে গেল জীবন বলয়ে জুড়ে

    তখনো মায়াবী দৃষ্টির চৌকাঠে অন্য কোনো
    তুমি প্রতীক্ষায় রয়েছো ...

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)