• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
  Share
 • দুটি কবিতা : শুভাশিস চট্টোপাধ্যায়


  পারদের স্তরে কবি ও বিজ্ঞানী
  অজস্র শব্দ, অক্ষর আর টেস্ট্টিউবে জৈবনিক স্পৃহা--
  দু-তিনটে পরীক্ষা যদি পর পর মিলে যায়,
  যদি পরিসংখ্যান বলে ``যা করেছো তা নতুন এবং সঠিক'',
  তবেই পারদের স্তর উপরে ওঠে--
  দু-তিনটে শব্দ জোট বাঁধে যদি
  না বলা কথা কবিতা হতে চায় ।

  আমাদের চারদিকে অজস্র শব্দ, অসংখ্য অক্ষর ছড়িয়ে-ছিটিয়ে,
  আমাদের পরীক্ষায় অজস্র যুক্তি, বিস্তৃত জিন আর কোষীয় প্রোটীন--
  উঠছে আর নামছে, কাছাকাছি এবং দূরে দূরে,
  পাশাপাশি কথা বলে । না বলা কথা শুনতে
  কান পেতে বসে আছেন বিজ্ঞানী, কোন সে অমোঘ কারুকাজ,
  যা পর পর মিলিয়ে দেবে নতুন কোন কথা !

  কবির কলমে আসছে এবং আসছে না দু-তিনটে শব্দ,
  যেখানে পারদের স্তরে এক হিরন্ময় সকাল উঠে আসে ।  স্নানঘরে যুগান্ত
  স্নানঘরের দরজার ছবি দেয়ালের আয়নায়--
  আয়নায় তুমি এবং তুমি ।
  সহস্র যুগ আগে এক হিরন্ময় দিনে, তুমি
  এবং তুমি এমনই অবগাহন সৌন্দর্য --
  শতাব্দী যুগ এবং যুগান্তকাল
  স্নানঘর আর অবগাহন স্পৃহা নিদ্রার অতলে
  বহুবার স্বপ্নে এসেছে ।

  হ্যালোজেন সন্ধ্যা থেকে মধ্যরাত্রির
  প্রিয় ঘুমঘোর, স্নানঘরের আগে ও পরের
  দুই অধ্যায় ।
          এসো, বারবার আমরা নতুনভাবে
        স্নান করি, দরজা বন্ধ না রেখে !

  (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)