• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • হয়তো সন্ধ্যার দিকে : সুবীর ঘোষ

    হয়তো সন্ধ্যার দিকে ছায়া ছায়া অন্ধকারে
        রাস্তায় বেরিয়ে কিছু খুঁজে পাব, আশা ছিল ।
         রাশি রাশি ট্যুরিস্টের ভিড়ে
        খুব ফর্সা এক জোড়া পা
         স্নাইফার ডগের চোখে হয়তো-বা
             ধরা পড়ে যেত ।
    হোক্‌ পাতলা অন্ধকার আর
    আলো ও ছায়ার গূঢ় অশালীন সম্পর্কপিপাসা;
       আশা তবু অবাস্তব ছিল না কখনও ।
    এক রাশ মেঘ কেটে যেতে
         ধুয়ে গেল প্রত্যাশিত চরণের চিহ্নমালা সব -
    সমগ্র গ্যাংটক যেন আমাকে বিজাতীয় ভেবে
             সতর্কবার্তা লিখে দিল ।

    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)