• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • ডাক : চিরন্তন কুণ্ডু


    মানচিত্র ছাড়িয়ে হেঁটে যাচ্ছ ।

    ঘুম ভেঙে জেগে উঠছে কাকতাড়ুয়া
    হাত নাড়ছে
    ঝঁংউকে পড়ল বাঁশগাছ ছঁংউয়ে দেবে
    কাঠের পুলের নিচে হেজে যাওয়া জলা
    পেরিয়ে চলেছ
    মাটিতে লুটোয় নিমফল

    মাঠ ভাঙছ ক্রোশ ভাঙছ পায়ে
    বালি তেতে উঠছে বাতাসে হলকা
    তুমি থামছ না
    কারো দাওয়ায় বসলে না একবারও
    একটু জিরোলে না
    গলে গলে পড়ছে ঘামতেল

    তুমি চলেছ
    বাঁক ঘুরতেই একটা গলি, ছায়া
    ঘরে ঘরে বাজছে আমাদের পুরোনো রেডিও
    ইতিহাসের পাতা থেকে
    ডাকছে তোমাকে
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)