• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
  Share
 • তিতাস : ইন্দ্রনীল রায়

  বটের ঝুরির নিচে জমে ওঠে পলি
  ফ্রেম জুড়ে সিল্যুয়েটে ভাঙাচোরা মানুষের মুখ
  চরা পার হতে গিয়ে থমকে তাকায় ঘুরে শিশু
  কী হবে জানে না সে যে, আজো তাই এমনই উত্সুক ।

  যারা চলে গেলো আর যারা যেতে পারে না কখনো
  তাদের মাঝখান দিয়ে শীর্ণ নদী বয়ে যায় একা
  চিহ্ন কিছু থেকে গেছে, পরিত্যক্ত ঘাটের কিনারে
  ভাঙা ডিঙি, ভুলেছে সে দেখেছিলো নীলাঞ্জনরেখা ...

  ওপারে নতুন লোক, নতুন সাজানো সংসার
  নিকোনো উঠোনে যত্নে আলপনা এঁকে দেয় যারা,
  তাদেরও যে যেতে হবে, নদী জানে, নদী শুধু জানে,
  একা একা বয়ে যায়, শুনে যায় হাওয়ার ইশারা

  শেষ পর্দা নেমে এলে হাততালি ভ'রে দশ দিক
  গ্লিসারিন ভেজা চোখে দুকূল ছাপিয়ে ভাঙে ঢেউ
  আমরা নিশ্চিন্ত নাগরিক ।
  বহুদিন হলো নদী পাড় ভেঙে চলে গেছে দূরে,
  তবুও জোয়ার এলে
  ভিতর বাহির জুড়ে টানে ভাঙা নৌকার পাঁজরে ।
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)