• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • প্রাকৃত : ঋতব্রত মিত্র

    যখন তখন তোমার পাশে এসে বসি, বর্ষীয়সী
                পড়ন্ত রোদ লুটোয় তোমার পায়ে
    ঘাস-মাটি-রোদ্দুরের মফস্বল শহরে এমনি করেই
                দিনের পর দিন আসে, দিন যায়
    নিরাভরণ শান্ত পৃথুলা রমণী, সম্মোহনী
                আগের মত বলা যায় না আর
    দেখে দেখে তাও যে কেন মেটে না আশ, বাউল বাতাস
                দু চোখে দুই স্তব্ধ পারাবার
    ছদ্মরাগের এ প্রশ্রয় বুঝি আমি, এ পাগলামি ...
                বয়স হলে এর কি কিছু হয় ?
    থেকে থেকেই কেন জানি চঞ্চল মন, হঠাৎ কেমন
                হাতছানি দেয় অনভ্যস্ত ভয়
    কী বলবি, কী বলবি ওরে ঝিম রোদ্দুর ? অচেনা সুর
                একটু একটু ছুঁয়ে যাচ্ছে বুঝি ?
    মেঘ ভরপুর আকাশে বিদ্যুতের আলো কে হারালো ?
                নাকি বুকেই লুকিয়ে বৃথা খুঁজি ?
    খুঁজতে খুঁজতে বৃষ্টি এসে কখন ঢোকে ঝাপসা চোখে
                ঘাস-মাটি-রোদ ফুরোলো যার যার
    তারা কি সব হারিয়ে যাবে ? হারিয়ে যায় ? সেই অবেলায়
                তখন আমি, তখন তুমি কার ?


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)