• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • স্থাপত্য : তন্ময় ধর

    পায়ে পায়ে উঠে আসে
    আকাশের দূর শূন্যের অন্ধকার ।
    দৃষ্টিতে ঠেকে পাথর শুধু
    স্রষ্টার সৌন্দর্যের ছায়া-আলো,
    টানা টানা শ্বাসে ভেজা
    ধুলাবালি পিপাসা ।
    অন্ধকার চিহ্ন
    শুধু স্পন্দনে ।
    অন্ত:শীল রাত্রির জাগর কিনারায়,
    আগুনের শাখাপ্রশাখার ভিতর
    পৃথিবী নামে,
    নামতে থাকে ।
    ফুটে ওঠে না তো কোনো মুখ ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments