• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • ভুত-অদ্ভুত : গৌতম হাজরা



    ভূতের ছানা
         হাতে টানা
              দোলাচ্ছে কি হাওয়ার পাখা ?
    মগের ডালে
         ঐ যে দোলে
              হাওয়ায় বুঝি দিচ্ছে ধোঁকা ।

    বিরাট ওটা
         মস্ত মোটা
              চেপ্টে বাঁধা ভূতের ভুঁড়ি !
    কিন্তু কোথা
         ডাল বা পাতা
              হচ্ছে মনে গাছের গুঁড়ি ।

    ঐ যে শোনো
         ঠক্‌-ঠকানো
              কিচির-মিচির কিসের আওয়াজ ?
    বলছো কি তা
         ছাতার মাথা
              বাঁশবাগানের হচ্ছে রেওয়াজ ?

    ছায়াট কি ?
         মারছে উঁকি
              দরজা খুলে দেখতো কে রে !
    মা দেখলো
         ছেলেগুলো
              পড়ছে না কি করছে ওরে ।

    ভয় পাওয়ানো
         ভাবনা কেন
              চোখ খুলে তো দেখবি চেয়ে ।
    মিলিয়ে আছে
         ঐ যে গাছে
              ভূত-পেত্নির হচ্ছে বিয়ে ।

    !---

    কবির সমস্যা

    হঠাৎ সেদিন পালায় ছুটে বোসেদের ওই প্যালা,
    পিছনে দেখি আসছে তেড়ে পাড়ার কবি ভোলা ।
    পাড়ার দাদা খপাৎ করে ধরল ভোলার হাত,
    `ছুটছ কেন প্যালার পিছে, ভোলা - কবির নাথ ?'

    বললে ভোলা, `জানেন দাদা, ওর কবিতা সব,
    চুপটি করে শুনেছি বসে, সকাল থেকে নীরব ।
    কিন্তু কেমন আপদ দেখুন, যেইনা আমার পালা,
    শুনতে নাকি পায় না কানে, দু'কানেতেই কালা !

    বুঝিনা কি, মিথ্যে কথা ! পড়ার সময় কবি !
    অন্যে সবাই লেখে ছাইপাঁশ, আহাম্মুকে নবি !
    তাই ছুটেছি ওর পিছনে ধরতে ব্যাটার কাছা,
    আমার লেখাও শুনতে হবে, কানটি খুলে বাছ ।

    আমিও কবি প্যালার মতো, তাইতো আমি লিখি ।
    কিন্তু দেখি কেউ শোনে না, কেন বলুন দেখি ?
    কবি দেখে পালায় সবাই, বলে, "ওরে গেছি,
    ওই শোনাবে কবিতা আবার, পালাই তবে বাঁচি ।"'

    পাড়ার দাদা হাতটি ছেড়ে নিজেই ছুটে পালান,
    কাজ নেইকো বিচার করে, কানটা নিজের বাঁচান ।



    লগ অন টু হবুগবুডট্কম

    গবুমশায় মন্ত্রী ছিলেন
    হবুবাবু রাজা
    কোন সে দেশের নামটা ছিলো
    কিছুই যায় না বোঝা !

    ইতিহাসের পাতায় তবে
    খুঁজলে হয়তো জানা যাবে,
    দেশটা ছিলো কেমন মাপের ।
    চৌকো ? নাকি লম্বা ধাঁচের ?
    কেমন ছিলো নদী সেথায়,
    দূষণ বিনা ভূষণ মাথায় ?
    জলে-মাছে পুকুর সমান ?
    গোলা ভর্তি ছিলো কি ধান ?
    ফল হতো সব গাছে পাকা
    ডাল ভর্তি থোকা থোকা ?
    কেমন ছিলো দেশের প্রজা,
    পরতো ধুতি মাল-কোঁচা গোঁজা ?
    কেমন ছিলো উঁচু পাহাড় ?
    আর হবুরাজার মোচের বাহার ?
    কেমন ছিলো দেশের সে চোর ?
    সিঁধ কাটতেই পার হতো ভোর ?
    পেয়াদারা কেমন করে --
    আনতো দোষী কানে ধরে ?
    কেমন ছিলো দেশের মিষ্টি,
    সোয়ার খোয়া সব অনাসৃষ্টি ?
    সোনাদানার কেমন মূল্য ?
    মন ছিলো কি ধুলোর তুল্য ?
    জানার জন্যে হয়ে ব্যাকুল --
    রদ্দি পাতায় হারায় দুকূল,
    ভাবছি বসে কেমন করে
    হবুর দেশের দুয়ারগোড়ে
    যাওয়া হবে হেঁটেই বিনা
    খরচ বিনা ষোলআনা ।

    ছেলে আমার কম্পিউটারে
    ওস্তাদের সব বুলি ঝাড়ে,
    বললো হেসে, `সহজ এটা !
    হাবাগোবার দেশ কোনটা
    মনটা রাজার কেমন নরম
    পোষাক-আসাক, ধরম-করম
    বুঝবে তাদের রকম সকম
    ইফ ইউ গো টু হবুগবুডট্কম ।'

    ---
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments