• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • শেষ বিকেলে : অপূর্ব রায়



    তোমার চোখে নৌকোডুবি
    স্পর্শে সজল রেশ
    তোমায় ঘিরে রয়েছে আমার
    গোপন উপনিবেশ ।

    তোমার রোদে দগ্ধ প্রহর
    ছায়ায় পাতাবাহার
    শেষ বিকেলে তোমায় দিলাম
    সকল বেদনাভার ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments