• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • বাবা : রোদেলা সুকৃতি

    আমার বাবা ভীষণ ভালো
    দিনের বেলায় রবির আলো
    রাতের বেলা চাঁদের হাসি
    তাই তো তাকে ভালোবাসি ।



    আমি সবর, ঢাকাতে তৃতীয় শ্রেণীতে পড়ি । আমার বয়স নয় । স্কুল ম্যাগাজিনে আমার প্রথম ছড়া, আর কিছুদিন আগে দৈনিক সংবাদপত্র, আজকের কাগজ -এ আমার আর একটি ছড়া প্রকাশিত হয় ।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments