• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : বিপ্লব সমাজদ্বার





    শেষমেশ যে দিনগুলোর কথা ভাবি
    ভেবে দিশা হারিয়ে
    নীল শূন্যে বুলোই নখ
    সময় এমন সঙ্গহীন
    বুঝে পাই না সে ঘৃণা
    না ক্রোধ ।




    সাদা পাতা, আজ
    তোমার বিশ্রাম
    শূন্যে যত বেনামা লুব্ধ ঘ্রাণ
    ভেসে বেড়ায়
    তাদের ঠিকানা দিতে খুলেছি পাঁজরের দ্বার
    কিছু থাকে না,
    ন্যুব্জ বুকের লোম শুধু নিরুপায়
    শিকড়্গ্রথিত ওড়ে
    ঘ্রাণেদের ভারে ।




    তুমি কোথায় কোন্‌ কোন্‌ ঘরে
    বিপদ লুকোবার মত শ্রীময়ী চালে
    রেখে দাও সুখ ! এ বড় পুরোনো গার্হস্থ্য
    তার পরেও
    দু:খের ভুবন উঠেছে ভ'রে

    এখন অসময়
    অ্যাসপিরিনের ছত্রাকে
    আচ্ছাদিত হৃদয় ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)