• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • স্বপ্নের মৃত্যুছক : বিশ্বজিৎ মণ্ডল



    পথে পা রাখতেই পথ বদল হয় ...
    খঁংউজে মরি প্রিয় সরণির মুখ
    প্রবোধ আঁকা সকালের খেলনা ঘরে
    জ্বলে ওঠে আগুন
    মরে থাকা পাখির ডানায় খেলা করে যে পর্যটন
    তাকে প্রতিদিন ভেঙে চলে এক অন্ধ কারিগর

    অবশেষে পথের মধ্যে হারিয়ে যাওয়া শৈশব নিয়ে
    মা হাঁকতে হাঁকতে চলে যান কফিনপ্রান্তরে

    প্রান্তর থেকে উঠে আসা দুটো ঢেউ
    এই প্রথম আমার মাকে নালিঘাস ছিঁড়ে দেখাল -
               আমার স্বপ্নের মৃত্যুছক



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)