• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • দুর্গেশনন্দিনী : চিরন্তন কুণ্ডু


    হলুদ বাড়ির গায়ে সবুজ জানলা ।
    দেওয়ালে সাইকেল রাখা । আবার সে এসেছে ফিরিয়া ।
    বেপাড়ার হরিদাস, রোজ রোজ এখানে কী তোর ?
    তুমি কি আসতে বলো ? সরবৎ সাজিযে ব'সে থাকো ?
    মাসীমা ঘুমোলে ওকে খুলে দাও পাতালকুঠুরি ?

    ভাগ্যিস জানলা বন্ধ । খুললে যদি হাসি শুনতে পাই -
    এই ভয়ে স'রে যাচ্ছি ;
    মুঠোয় পেরেক ফঁংউসছে - একদিন গলি ফাঁকা পেলে
    দেখে নেব, সাইকেল, টায়ারটিউব ফঁংউড়ে কাঁদিয়ে ছাড়ব ।

    তখনও কি তাকাবে না ?
    চোঙা নিয়ে হেঁকে বলব, তবু শুনবে না ?
    ভয়ে ভয়ে দেখবে না কীরকম দাঁতে দাঁত চেপে
    গলায় রুমাল বেঁধে তোমার বাড়ির পাশে
    সাতহাত পরিখা কাটাব ?

    সকলই তোমার ইচ্ছা । তোমার কারণে
    ডাক্তার জানে না আমি পুড়েঝুরে আংরা হচ্ছি
    কালচে মেরে যাচ্ছি দিনে দিনে
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)