• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : কিশোর ঘোষ



    রাতের কবিতা

    আজ কেউ আসেনি, রানওয়ে কুয়াশার মতো সাদা
    বিকেল ভেঙে টুকরো হয়ে মন্থর সন্ধেবেলা

    আমার প্রিয় রুমাল হারিয়েছে, তোমাকেও
    কিছু ফিরিয়ে দেয়নি অন্ধকার

    জোনাকি কাকে খুঁজে ফেরে --?
    বন্দর জুড়ে ঘুমিয়ে আছে আগামীকাল



    গুপ্তচর

    না । চিঠি নেই, কেবল দেখি- বিকেলের রোগা আলো
    সময় পেরিয়ে এসে
    ঘুমের ভিতরে ঢুকে
    স্বপ্ন আহত করে চলে যায়--

    পথের শীতল থেকে নিজের পালক কুড়িয়ে
    ফিরে যায় সন্ধের পাখি--

    একটাও চিঠি নেই
    ফাঁকা খামের ভিতরে নেমে আসে রাত্রি
    ব্যর্থ ঘুম আসে বিছানার পাশে
    স্বপ্ন আসে ঘুমের গন্ধ পেয়ে পিছন পিছন



    স্বাক্ষর

    নরম তোমার পায়ে নতজানু হবো
    অন্ধকারে তুমি যদি তারার লিপি

    সন্ধ্যাভাষা ঘেঁটে ঘেঁটে ছাদের গায়ে চাঁদ
    জানালা খুলে উড়ে যায় ঘরে পোষা চিল

    জোনাকি তোমার মতো প্রতিবাদী হবো
    তারা খসে পড়ে যেন আমার পিঠে

    জমা হোক আরো পাপ আরো রাত্রি
    নরম তোমার ঠোঁটে নাম লিখে যাবো



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)