• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • প্রেম আসেনি ভৈরবীতে ? : ঋতব্রত মিত্র



    অন্ধকার গুহার মুখ
    অন্ধকার রাত্রিদিন
    সামনে স্থির জ্যোত্স্নাজল
    জ্যোত্স্নাজলে সহ্যসুখ
    আমি নীরব, আমি অটল
    আরো নিথর আমার বুক
    বৃথাই বাড়ে সুরের ঋণ
    গভীর ধ্যানমগ্নতায়
    চিরন্তন জ্বলে আগুন
    আগুন ঘিরে জ্যোত্স্নাজল
    হাওয়ায় ওড়ে হাওয়া আঁচল
    পেছন ফিরে ছুটে পালায়

    পালাও ছুটে আমার থেকে
    সংযমী মন দূরের দেশে
    আমি তোমার সঙ্গে যাবো
    থাকবো পুরো অন্য বেশে
    চটুল স্বভাববশে আমার
    কালের ঘরে রাখলে শনি
    ভাগ্যলিপি গড়তে গিয়ে
    অন্য কোনো ডাক শোনোনি ?

    শ্রবণ যেন সহ্যসুখ
    আরো স্পষ্ট ত্যাগের ভয়
    অপাপবিদ্ধ প্রতীক প্রেম
    কেইবা তাকে করবে জয় ?
    জয়ের সুখ সহ্য হয় ?
    পঞ্চশর, তীক্ষণাঘাত
    আমিও নয়, তুমিও নয়

    আমার আমি, তোমার তুমি
    এমনতর ভাবনা এসে
    সহজ পরিত্রাণে আমায়
    সঙ্গ দিলো কপট হেসে

    এক মুহূর্ত অন্যমনা
    সাধনচক্রে তীব্র গরল
    কী যন্ত্রণা ! কী যন্ত্রণা !

    ধ্যানযোগিনী ধ্যানযোগিনী
    আমি তোমার বর্ম চিনি,
    বলতে বলতে সে যন্ত্রণা
    কৌতুক দূর ছড়িয়ে দিতে
    সংসারীও প্রশ্নকাতর

    প্রেম আসেনি ভৈরবীতে ?



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)