• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • অন্যকাল কিংবা : তন্ময় ধর

    ১.

    অন্তর্গত মেঘ থেকে
    তবু টেনে নিই দৃক্সিদ্ধ আলো ।
    স্বপ্নের আঙুল কেটেছেঁটে
    কয়েকটি আঁচড়ে,
    শ্রান্ত মাটির তীরে
    প্রান্তিক স্মৃতির অন্ন তোলে ।



    ২.


    অস্ফুট আগ্নেয় শিল্পকলা
    গড়িয়ে পড়ে ঠোঁট থেকে ।
    নির্জন আলোর সুতোয়
    সসাগরা ক্ষুধার খেলা,
    তৃষ্ণার্ত ডানার নীচে
    পার হয়ে যায় দেশকাল ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments