• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • কবির মৃত্যু : সোমজিৎ দত্ত



    মনে রেখো,
    কবির মৃত্যুতে এ মহাজগৎ
    দীন থেকে দীনতর হয় ।

    এ অপরাহ্নে, সব কাজ ফেলে
    বৃষ্টিকে দেখো ।
    দেখো, অবিরাম বর্ষণে পৃথিবীপৃষ্ঠ থেকে
    পদাতিক কবির পদচিহ্ন ধুয়ে যায় ;
    তবুও সে পদচিহ্ন এ মহাজগতে গহনে নিহিত রয়ে গেছে ;
    প্রকৃত যে কবি, হাজার বছর ধরে সে পথ হাঁটে পৃথিবীর পথে ।

    একাগ্র অর্থোপার্জন ভুলে আজ দুদণ্ডমাত্র উদাসীবিষণ্ণ হও,
    মনে রাখো, মনে রেখে দাও
    কবির মৃত্যুতে এ মহাজগৎ দীন থেকে দীনতর হয় ॥
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)